দক্ষিণ হালিশহরে আন্তঃএকাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ প্রয়াত উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ মন্টু স্মৃতি। গতকাল শুক্রবার বিকেলে সিডিএ বালির ২নং মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রয়াত ফুটবলার জানে আলম স্মৃতিকে টাইব্রেকারে ৩–১ গোলে হারিয়ে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। এর আগে নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হয়। গোলদাতা আনিস ও শাহাদাত হোসেন। জয়ী দলের কিপার হাসান ম্যান অব দ্যা ম্যাচ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শাহাদাত হোসেন, উদীয়মান ফুটবলার মো. আব্দুল্লাহ, সেরা সদস্য ক্ষুদে ফুটবলার মো. তাহমিদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা জাসাস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দোস্ত মোহাম্মদ। উদ্বোধক অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা–ক্রীড়া সংগঠক মো. মুজিবুল হক কোম্পানি, সাবেক ফুটবলার ও শিক্ষা সংগঠক মো. মনিরুল ইসলাম, একাডেমির পরিচালক সদস্য ডা. উদয়ন কান্তি মিত্র, একাডেমির পরিচালক সদস্য মো. খলিলুর রহমান হাওলাদার। টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও একাডেমির পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ মো. আলাউদ্দিন, সহকারী কোচ মো. মামুন, মো. রাকিব হোসেন। খেলার রেফারি ছিলেন মো. ওমর ফারুক, সহকারী মো. আতিকুল্লাহ ও তৌসিফ, ৪র্থ রেফারি মো. আতাউর।











