দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের সভা

| শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের নবম দিবসের আলোচনা সভা গতকাল রাজনীতিবিদ, মেলা পরিষদের কোচেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী।

বক্তব্য দেন মেলা কমিটির মহাসচিব ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশীদ, রাজনীতিবিদ রঞ্জিত ভট্টাচার্য, মেলা পরিষদের নেতা সুশীল দাশ প্রমুখ। প্রধান অতিথি ড. মুহম্মদ মাসুম চৌধুরী বলেন, একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, স্বাধীন ভূখণ্ড, সংবিধান, সরকারের জন্ম। সবার ওপর মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের জন্যভাষার জন্য আমরা রক্ত দিতে পারবো না কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে পারবো। মুক্তিযুদ্ধে আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য এই মেলার আয়োজনকে আমি সম্মান জানাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া মুক্তিমঞ্চ চট্টগ্রাম মহানগরের প্রস্তুতিসভা
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে কাট্টলী সংসদ