দক্ষিণ রাউজান বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খুন সন্ত্রাস বন্ধ ও সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার উরকিরচর জিয়া বাজার চত্বরে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় উরকিরচর ইউনিয়ন বিএনপিসহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে।
দুপুরে কাপ্তাই সড়েকের জিয়া বাজার চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা কৃষক দলের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা এমদাদুল হক, পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লা, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা শওকত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মুহাম্মদ বাবুল, কৃষক দলের সভাপতি জামাল উদ্দিন, পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আশোক বড়ুয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন ইরফান, যুবদল নেতা মুহাম্মদ পাশা, মহিলা সভানেত্রী নাসিমা আকতার মুন্নী, সাদিয়া আকতার প্রমুখ।