দক্ষিণ রাউজানের গঙ্গা মন্দির ও মগদশ্বরী মন্দির উন্নয়ন কমিটির এক সভা গত শুক্রবার গঙ্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল। সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, কুন্ডেশ্বরী ঔষধালয়ের সত্বাধিকারী রাজিব সিংহ, হাজী বাদশা মাবেয়া কলেজের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন, রাউজান পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা. সুজিত দত্ত, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন দে, বাগোয়ান ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, আলহাজ ইউনুস মিয়া সি আইপি, প্রকৌশলী অশোক চৌধুরী প্রমুখ।
সভায় প্রকাশ সরকারকে সভাপতি ও ম্যালকম চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে দুটি প্রতিষ্ঠান পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন চন্দন কুমার বিশ্বাস, খোকন চন্দ্র সেন, দীপ নারায়ন চৌধুরী, দেবু মহাজন, সিদ্ধার্থ চৌধুরী বাবু, শ্যামল দাশ গুপ্ত, সুভাষ কান্তি দে, ধনা মালাকার, বিশ্বজিত চৌধুরী, অজিত বিশ্বাস, মিনানাথ ধর, শ্যামল বিশ্বাস ডেল্টা, দুলাল চন্দ্র দাশ, কমল চক্রবত্তী, টিটু তালুকদার, তপন মল্লিক, বিকাশ বিশ্বাস, সনজিত বৈদ্য পিন্টু, পূর্ণানন্দ চৌধুরী, বিভু ধর, অরুণ মহাজন, সমীর মহাজন, উৎপল মহাজন অরুণ, দেবাশীষ ভট্টাচার্য, সুমন মহাজন, লক্ষণ চন্দ্র দাশ, উদয় দত্ত অর্ক, টিটু মহাজন, সুজিত কুমার দাশ, রুবেল বৈদ্য, সজল মহাজন, পরিতোষ বৈদ্য, পিন্টু বিশ্বাস, নিপুল চৌধুরী, মিঠুন দেন, ঋষিকেশ ঘোষ, সৈকত তালুকদার, শ্যামল বিশ্বাস গশ্চি, রাজু কুমার চৌধুরী। সভায় আসন্ন দুর্গা পূজা উপলক্ষে গঙ্গামন্দির প্রাঙ্গনে ৫ দিন ব্যাপী শারদ মেলা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই উপলক্ষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।