পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে জুলুস করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দক্ষিণ রাউজান শাখা। এ উপলক্ষে এক র্যালি গত মঙ্গলবার চুয়েট গেইট থেকে বের হয়ে কাপ্তাই সড়কে পাহাড়তলী প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী। প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা ছাত্রসেনার সভাপতি রবিউল হোসাইন সুমন। সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরি, মাওলানা আবু কাশেম রেজভী, মোহাম্মদ ফজল আকবর, কাজী শওকত হোসেন রজবী, জয়নাল আবেদীন জাবেদ, এনামুল হক মুন্না, মোহাম্মদ আনিছ, আব্দুছ ছাত্তার, জাবেদুল ইসলাম প্রমুখ।