দক্ষিণ রাউজানের গশ্চি দরবারে আগামীকাল রোববার শাহসুফি ছৈয়দ মতিউর রহমান প্রকাশ মতি ফকির(রহ.) ও তাঁর পুত্র শাহসুফি মাওলানা ছৈয়দ আবদুল জব্বারের (রহ.) বার্ষিক ওরশ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মসুচীর মধ্যে রয়েছে বাদ আছর খতমে গাউছিয়া, বাদ মাগরিব মিলাদ,বাদ এশা ছেমা মাহফিল, আখেরি মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।