দক্ষিণ মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৫০ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার নাথের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী শাখার সভাপতি রমজান আলী চৌধুরীর সভাপতিত্বে নুসরাত জাহান আফরিনার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাঙামাটি মো. রবিউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শোয়েব মোর্শেদ ফারুকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসমিন আখতার কাকলী, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সৈয়দ মো. নুরুল আবছার, মাস্টার পরিমল কান্তি দে, সৈয়দ মো. জাকারিয়া, সংবর্ধিত অতিথি ছিলেন অশোক কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সুমিত্রা ধর। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বিজয় কুমার দত্ত, মো. সেলিম, মো. জহিরুল ইসলাম, সুজন তালুকদার, আবু মোহাম্মদ এমরান, মাহবুবুল আলম, নির্মল কান্তি চৌধুরী, আর. কে মুহুরী, শর্মিলা ধর ডিজু, রিংকু দাশ, আঞ্জুমান আরা বেগম, লুৎফুর নাহার, রতন কুমার দেওয়ানজী, মাহামুদুল করিম, মো. রাশেদুল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. আরিফুল ইসলাম চৌধুরী, নারায়ন গোস্বামী, চৈতি পাল, উর্মিলা চক্রবর্তী, রওশন আক্তার, অনামিকা রুদ্র ও উত্তম চৌধুরী প্রমুখ। সভা শেষে প্রধান শিক্ষক অশোক কুমার নাথকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে টিকাদান কর্মসূচি ২২ ও ২৩ জানুয়ারি
পরবর্তী নিবন্ধনারী সমাজকে আত্মবিশ্বাসের পথ দেখিয়েছিলেন জিয়াউর রহমান