দক্ষিণ মাদারবাড়ী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

| শুক্রবার , ১২ মে, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

দক্ষিণ মাদারবাড়ী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ১০ মে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দৌড়, রচনা, ফুটবল, যেমন খুশি তেমন সাজো, দেশাত্মবোধক গান ইত্যাদিতে অংশ নেয় ছাত্ররা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের পূর্বে কোরান তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাহাবুবুল হক মিয়া। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষিকা ফারহানা কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আতাউল্লাহ চৌধুরী, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, থানা শিক্ষা কর্মকর্তা রেজুয়ারা বেগম, মরহুম বাদশা মিয়া সংসদের সভাপতি মুহম্মদ দানু মিয়া, সদরঘাট সরকারি বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক, সহসভাপতি মোহাম্মদ ওয়ারেশ আলী, স্কুল কমিটির সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস, ইঞ্জিনিয়ার মজল হক, হারুন অর রশিদ, আলি নেওয়াজ, মাহমুদ দিদারুল আলম, অভিভাবক কমিটির সদস্য জেসমিন আক্তার, শেলী আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, সামিয়া সুলতানা, মালা অধিকারী জেসমিন আক্তার ও মুহাম্মদ রিফাত।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সমাজসেবা দপ্তরের ক্রীড়া সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধশ্রীলংকায় হতাশার ম্যাচ বাংলাদেশের মেয়েদের