৩৮নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে মেসার্স এন এইচ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।
তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট কওে তোলে। তাই শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।
নগরীর ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আজিম সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আব্দুল হান্নান রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. হাসান, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, মহানগর যুবলীগ সদস্য খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, সনত বড়ুয়া, আখতারুজ্জামান, সরোয়ার চৌধুরী, কামরুল চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, নাসির চৌধুরী, আবুল বশর চৌধুরী, মতিউর রহমান, রাজু আহমেদ, আরিফুল ইসলাম মাসুম, এড. সৈয়দ রবিউল হোসেন রবি, শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদ, ইমরান আহমেদ শাওন, জহির উদ্দিন, আবুল কাশেম, নূর মোহাম্মদ, সাহবুদ্দিন, নূর মোহাম্মদ, এরশাদ আলম, জাহেদ, বাপ্পা, রাজু, জিতু, প্লাবন প্রমুখ।