দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। গত ২৯ ডিসেম্বর পটিয়া উপজেলাধীন দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয় হতে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ফারহানা আফরিন জিনিয়ার সভাপতিত্বে ও শিক্ষক বাদল কুমার দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শিপুল কুমার দে, ফজলুল হক, আবদুল মোতালেব, চন্দন দে, ইউপি সদস্য অজিত দেবনাথ, দক্ষিণ ভূর্ষি ইউপি মহিলা সদস্য মিলকি চৌধুরী, আমেনা আকতার, পটিয়া উপজেলা কৃষকলীগের মহিলা সম্পাদক ছেনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য দেন শরণ কান্তি শীল। পরে অতিথিবৃন্দ ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় বিভাগ হতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী মেহের তারান্নুমের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলেন দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারত-বাংলাদেশ সংস্কৃতির বন্ধন চিরকাল অব্যাহত থাকবে
পরবর্তী নিবন্ধবোধনের জাগো সুন্দর