দক্ষিণ বাদুরতলা ও কাপাসগোলা আংশিক মহল্লা কমিটির উদ্যোগে ও সামাজিক, সাংস্কৃতিক যুব, ক্রীড়া সংগঠন সূর্য সাথীর সার্বিক সহযোগিতায় বাদুরতলা হারেছ শাহ লেইন ছিদ্দিকুল ইসলাম চত্বরে ইভটিজিং, চুরি, মাদক সেবন, সন্ত্রাস প্রতিরোধে সম্মিলিত এলাকাবাসীর করণীয় বিষয়ে গত ১৪ জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মহল্লা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন শিশু হাফেজ আলী হোসেন নিশান। সূর্য সাথীর সভাপতি মুহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শহিদুল আলম খসরু। মূখ্য আলোচক ছিলেন চকবাজার থানার সহকারি অফিসার ইনচার্জ ফিরোজ আলম মুন্সি। বক্তব্য রাখেন, হারুনর রশিদ জাসেদ, ঘাসিয়ার পাড়া মহল্লার সভাপতি মিজানুর রহমান সুমন, চৌধুরী জসিমুল হক, এড. আবু বকর তালুকদার। সভায় মহল্লা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম রুবেল, শাহিনুল ইসলাম, আনোয়ার শাহ বাচ্ছু, আমিনুর রহমান, মো. ইউছুফ, দৌলত হোসেন সোলাইমান সওদাগর, ইউছুপ মিয়া, আলমগীর কোং, আব্দুর রাজ্জাক, আব্বাস উদ্দীন, মো. হাসান, ইব্রাহিম ছিদ্দিকী নুরু, মো. ওমর, কামরুল হাসান, রবিউল হোসেন, নুরুল আলম নুরু, নাজমুল হাসান, আমির হোসেন ও মো. রাসেল। প্রেস বিজ্ঞপ্তি।