দক্ষিণ বাকলিয়া ও পাথরঘাটা ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ

চসিক মেয়রকে কটূক্তির প্রতিবাদ

| মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার অশালীন ও কটূক্তির প্রতিবাদে গতকাল সোমবার নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ও পাথরঘাটা ওয়ার্ডে এক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমাইল চৌধুরী সেলিম ও পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা অশালীন ও অবমাননাকর। সিটি মেয়র ৭০ লক্ষ জনগণের অভিভাবক প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং নগরীর সম্রান্ত পরিবারের সন্তান। তাঁকে উদ্দেশ্য করে যে বক্তব্য প্রদান করা হয়েছে তাতে আমরা মর্মাহত হয়েছি।

কাউন্সিলর হুরে আরা বিউটি : সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীকে কটূক্তির প্রতিবাদে গত রবিবার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হালিশহর থানা আওয়ামী লীগ নেতা আবু তাহের, রেজাউল করিম কায়সার, আবেদ মনছুর চৌধুরী, সালেহ আহমেদ ডিগল, আশফাকুল আলম, জসিম উদ্দিন, ওমর ফারুক, যুবলীগ নেতা নুর উদ্দিন মিল্টন, ফারজানা আক্তার, রুনু আক্তার, রুজি আক্তার, আনিসুল ইসলাম রনি, ইমরান আহমেদ ইমু, ফরহাদ উদ্দিন জিতু, ফয়সাল বাদশা, নওশাদ আলী, শিহাব উদ্দিন নয়ন, শামিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে স্থাপত্য বিভাগের নবম ব্যাচের জুরি
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস পালিত