দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদ

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর উপর নির্বাচনী গণসংযোগ চলাকালীন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি। গত ৭ নভেম্বর বাকলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোরশেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাকলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আরও বলেন, এই হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এসময় উপস্থিত ছিলেন থানা যুবদল নেতা মো. শাহিন আলম, মো. শওকত খান, মো. আজম খান, সৈয়দ আব্দুল কাদের, মো. সাইফুল ইসলাম, মো. রায়হান, ইমরান খান, এস এম আলমগীর জসিম, মো. ফয়সাল, মো. রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরের মাঠ দিবস ও উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে