চলমান লকডাউনে দক্ষিণ বাকলিয়ায় কর্মহীন ও দরিদ্র চার শতাধিক পরিবারের মাঝে শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিটার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাদিম উদ্দীন এবং যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া আকতার ঐশি।
এ সময় সময় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. বেলাল, বঙ্গবন্ধু ছাত্র-যুব স্কোয়াড এর সভাপতি রেহাদুল ইসলাম সায়েম, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দীন রনি, ফাহিম চৌধুরী, লক্ষ্মণ দাশ, শাফায়েত নেওয়াজ রুকন, যুবলীগ নেতা সুমন, ঈরাষ, সজীব দক্ষিণ বাকলিয়া ছাত্রলীগ নেতা মোস্তফা শাওন, বিপ্লব মিত্র আল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।