দক্ষিণ বাকলিয়ায় বঙ্গবন্ধু যুব মহিলা পরিষদের মাস্ক বিতরণ

| রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর পক্ষে ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়ায় পথচারীদের মাঝে বঙ্গবন্ধু যুব মহিলা পরিষদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, বাকলিয়া থানা আওয়ামী লীগ নেতা ইসমাইল চৌধুরী সেলিম, যুব মহিলা পরিষদের সভাপতি বিবি ফাতেমা ববি ও সাধারণ সম্পাদক রীনা আক্তার, বখতিয়ার ফারুক, সীমা ইছহাক, তানিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার, রুনা আক্তার, হাসনে আরা বেগম, সুমাইয়া আক্তার, যুবলীগ নেতা আরমান, এমদাদুল হক শাওন, মির্জা জাহিদ, ইছহাক প্রমুখ।
মাস্ক বিতরণকালে কাউন্সিলর নুরুল আলম মিয়া বলেন, বিত্তবানরা যদি এই সুরক্ষা সামগ্রী বিতরণের কাজে এগিয়ে আসে তাহলে ওয়ার্ডে করোনা সুরক্ষার সামগ্রীর সংকট থাকবে না। তিনি আরো বলেন, বিনা প্রয়োজনে কেউ অযথা বাইরে ঘুরাফেরা করবেন না। সরকারি নির্দেশনা মেনে চলাচল করুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধপ্যানেল মেয়র আবদুস সবুর লিটন সংবর্ধিত