দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ময়দার মিল আলি স্টোর এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক হাজি নবাব খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি বাকলিয়ার তোলাতুলি থেকে শুরু হয়ে ময়দারমিল, আলি স্টোর বিল্ডিং, বাদামতল, মিয়াখান সওদাগর হয়ে নয়া মসজিদ এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াস মিয়া, নেজাম উদ্দীন, ফারুক, রাকিবুল হাসান, আব্দুল বারেক, তাহের জামান, বেলাল, গফুর মেম্বার, ইয়াকুব খান, আইয়োব খান, নুরুদ্দিন খান, খসরু, আলমগীর, রশিদ, ইউনুস সোহাগ, সুমন, রশিদ, জনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সাবেক চবিয়ানরা দেশের উন্নয়নে অবদান রাখছে’
পরবর্তী নিবন্ধএশিয়ান গ্রুপ প্রতিষ্ঠাতা আবু তাহের সওদাগর স্মরণে ফ্রি চিকিৎসা ক্যাম্প