চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সাথে ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দের মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী শফিউল আজিম।
সভায় রেজাউল করিম বলেন, চট্টগ্রামকে সমৃদ্ধ নগরীতে পরিণত করতে হলে মেয়র নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের বিকল্প নেই। আসন্ন মেয়র নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য জাফর আলম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মন্নান চৌধুরী। উপস্থিত ছিলেন এম এ মালেক, শামসুল আলম, আবদুর রহমান, আলী আকবর সওদাগর, মো. শফি ও মো. শাহেদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।