মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কার্যকরী কমিটির সভা, সদস্য নবায়ন ও নতুন সদস্যের আবেদন গ্রহণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত সাংগঠনিক টিমের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী। সভায় সভাপতিত্ব করেন ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর সালেহ আহম্মেদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান ভুলু, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ আবদুল হালিম, যুগ্ম আহ্বায়ক এ. এস. এম ইসলাম, মোহাম্মদ আলী, আবুল হোসেন, এডভোকেট জহির হোসেন, নুরুল আলম, শাকিল হারুন, সিরাজউদ্দৌল্লা, সেলিম উদ্দিন, আবদুল কাদের, আবদুস শুক্কুর, শহীদুল ইসলাম পরাগ, আবুল বশর প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে আগামী নির্বাচনে নৌকার প্রতিকের প্রার্থীকে জয় লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে স্বাধীনতা বিরোধীতাকারী জামায়াত শিবির ও ষড়যন্ত্রকারীদেরকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।