দক্ষিণ নালাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের উপহার বিতরণ

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। দেশকে গড়ে তুলতে হলে সকল শ্রেণী ও পেশার নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ৩৪ নম্বর দক্ষিণ নালা পাড়া লায়লা সিদ্দিক ফাউন্ডেশন ও ৩০ নম্বর মাদার বাড়ি ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়লা সিদ্দিক ফাউন্ডেশনের সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১১ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ শফিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা জামায়াতের আমীর এম এ গফুর, ৩০ নম্বর মাদার বাড়ি ওয়ার্ডের আমীর হারুনুর রশিদ দিদার, দক্ষিণ নালাপাড়া সমাজ উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা পংকজ বৈদ্য, অজয় দাশ, কাওছার নেওয়াজ রাজী, শফিউল আলম জীবন, মুহাম্মদ মহসিন, আবু রাশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনবী রাসুলের আদর্শে মানব জীবন গড়ে তুলতে হবে