ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব–১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঁশখালীর বালিকা দল ও কর্ণফুলীর বালক দল সেমিফাইনালে উঠেছে। গতকাল ৩০ অক্টোবর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত ১ম খেলায় বাঁশখালী বালিকা দল ৭–০ গোলে কর্ণফুলী বালিকা দলকে পরাজিত করে দক্ষিণ জোনের সেমিফাইনালে উঠে। বাঁশখালীর পক্ষে তানিয়া আক্তার ৩টি গোল করে হ্যাট্রিক পূর্ণ করে এবং রুবি আক্তার ২টি গোল করে। দিনের ২য় খেলায় কর্ণফুলী বালক দল টাইব্রেকারে ৫–৪ গোলে বাঁশখালী বালক দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠে। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কর্ণফুলীর জাবেদুর রহমান নিশাত ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেয়। ঠিক এক মিনিট পর বাঁশখালীর পক্ষে মো. রায়হান গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়। দিনের ৩য় খেলায় লোহাগাড়া বালিকা দল ২–০ গোলে আনোয়ারা বালিকা দলকে পরাজিত করে দক্ষিণ জোনের ফাইনালে উঠে। দিনের শেষ খেলায় আনোয়ারা ও লোহাগাড়া বালক দলের খেলা নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র থাকায় আনোয়ারা বালক দল টাইব্রেকারে ৪–১ গোলে লোহাগাড়া বালক দলকে পরাজিত করে দক্ষিণ জোনের ফাইনালে উঠে।