সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ১৫ উপজেলা-পৌরসভার আহবায়ক ও সদস্য সচিবদের সাথে গত ২২ ডিসেম্বর নগরীর আন্দরকিল্লাস্থ একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফৌজুল কবির ফজলু, সালাহ উদ্দিন সুমন, নঈম উদ্দীন চৌধুরী, এস এম ফারুক হোসাইন, শফিউল করিম শফি, ওবাইদুল হক রিকু, মোহাম্মদ জাহিদ, হেফাজ উদ্দীন চৌধুরী, দিদারুল আলম, মোনায়েম খান, মোহাম্মদ জাহাংগীর আলম, ফৌজুল কবির রুবেল, ওবাইদুল আরফাত, আনোয়ার হোসেন, একেএম রমজানুল কবির জয়, আবদুল্লাহ আল মিজান, আলী আকবর মিনহাজ, মোহাম্মদ মোশারফ হোসেন, আদিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম, সাইফুল ইসলাম, আলী আজগর, জয়নাল আবেদীন সোহেল, আবদুল কাদের প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। তাই আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি আদায় করতে হবে।












