আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় দক্ষিণ জেলা বিএনপির মহাসমাবেশ সফল করতে যুবদলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রূীয় যুবদলের সহ-সভাপতি ইউসুফ বিন জলিল। তিনি বলেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি আদায়ে আমাদের মাঠে থাকতে হবে। গতকাল অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজগরের পরিচালনায় প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ জানুয়ারী দক্ষিণ জেলার মহাসমাবেশ যে কোন মূল্যে সফল করতে যুবদল বদ্ধপরিকর।