পাল্টা কমিটি করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সদস্য মুজিবুর রহমানকে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সতর্ক করা হয়েছে। গতকাল রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বহিষ্কারাদেশ দিয়ে সংশ্লিষ্ঠদের চিঠি দেন। এতে বলা হয়, পাল্টা কমিটি ঘোষণা, সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানসহ সংগঠন বিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত রয়েছেন তারা। যা দলীয় শৃক্সখলা ও শিষ্টাচারের পরিপন্থী। এর আগে গত ৬ জানুয়ারি আলী আব্বাস, শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীকে শোকজ করা হয়েছিল। তবে তাদের দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায় বহিষ্কার করা হয় বলে উল্লেখ করেন রিজভী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন নয়টি ইউনিটে সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁনের যৌথ স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে সাতটি ইউনিটে গত ৫ জানুয়ারি পাল্টা কমিটি ঘোষণা করেন যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। ওইদিন শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীকে সাথে নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণা করেন তিনি।