দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় লোহাগাড়ায় আনন্দ মিছিল

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও হেলাল উদ্দিনকে সদস্য সচিব পদে মনোনীত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গত সোমবার লোহাগাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া আমিরাবাদস্থ পুরাতন বিওসী এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রামকঙবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে লোহাগাড়া থানা সংলগ্ন গ্রান্ড মাশাবী রেস্টুরেন্ট চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী। লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফৌজুল কবির ফজলু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ কাশেম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, মুসলিম উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাহাদুর চৌধুরী, নেজাম উদ্দিন মেম্বার, নুরুল হক সওদাগর, নুরুল আলম কোম্পানী, নজরুল ইসলাম, জিয়াবুল হোসেন, মকছুদ হোসেন, মোরশেদুল আলম, আবুল বশর, আবদুল করিম, মুন্না, মারুফ হোসাইন, মো: আলমগীর, হেলাল উদ্দিন, নাজিম উদ্দিন, ইকবাল হোসেন, মো: সোহেল, আহমদুর রহমান, ইসহাক কোম্পানী, বেলাল কোম্পানী, জসিম ফৌজুল কবির, আলম, ফিরোজ, জমির, জাহেদ, আবু তাহের, কফিল উদ্দিন, মহিউদ্দিন, সাইমুন, ইয়াছিন আরফাত, ইসমাইল, ইলিয়াছ এইচ খান, মোকতাদির আসিফ, এহেসান, দিদার, মিনহাজ উদ্দিন ইমন, মারুফ, সাজ্জাদ, বিধান জল দাশ, ইসমাইল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রের যথাযথ সংস্কার হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে
পরবর্তী নিবন্ধপাহাড়ি সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে চন্দনাইশে মানববন্ধন