দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা

| শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ জেলার এক আলোচনা সভা গত ২১ আগস্ট নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরূপ রতন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ।

পরিষদের সহসভাপতি পরিমল দেবের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। মহান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দে ও অ্যাড. চন্দন তালুকদার, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য।

স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ, সজল দত্ত, দোলন কান্তি দে, সজল সেন, পরিষদের সহসভাপতি অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, জিতেন কান্তি গুহ, ডা. কাজল কান্তি বৈদ্য, দিলীপ ঘোষ দিপু।

বক্তব্য রাখেন তাপস কুমার দে, ভবশংকর ধর, পুলক চৌধুরী, পরিমল দত্ত, অলক কুমার দে, দেবব্রত পাল দেবু, রাতুল দাশগুপ্ত, বিবেক চৌধুরী, অধ্যাপক রুপন নাথ, রুবেল দেব, উত্তম চক্রবর্তী, রতন বিশ্বাস, লিটন মিত্র, মাধাই চন্দ্র নাথ, তাপস দে, আশীষ মিত্র, বরুন তালুকদার, সজল মিত্র, বিপ্লব ধর, মাস্টার শ্যামল কান্তি দে, সুজন মজুমদার, সজল মিত্র, শিব প্রসাদ ধর প্রমুখ।

সভায় আগামী ২৬ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মহাশোভাযাত্রায় দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ইউএনওর শুকনো খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধসনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শাহজাহান চৌধুরীর মতবিনিময়