দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি তানিম গ্রেফতার

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ইরফান হাসান মান্নান ওরফে তানিম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ ।

শুক্রবার (২৮ মার্চ) কোতোয়ালী থানাধীন কাজির দেউড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তানিম বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফিরিঙ্গীবাজার ভান্ডারী মাজার সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
পরবর্তী নিবন্ধ২৩ দিন পর মারা গেল বাঁশখালীতে কাদায় আটকে পড়া হাতিটি