বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নিঃশর্ত মুক্তি, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরৃকত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের নেতৃত্বে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মতিউর রহমান রাসেল, এরশাদ উল্লাহ, শওকত আলম, রাজীব উদ্দিন চৌধুরী, মো. ইসমাইল, কামরুদ্দীন সবুজ, এনামুল হক সজিব, আমান উল্লাহ বাবু, এনামুল হক, ফরহাদ হোসেন আসিফ, আরফান উদ্দিন, শহীদুল আলম, মো. সোহেল, গাজী শহীদ, মো. রহিত উদ্দিন, মো. ফয়সাল উদ্দিন, মো. আইয়াজ, জাবেদ চৌধুরী রহিম, আব্দুল্লাহ আওয়াল ইমন, মো. জাফর, ইয়াছিন আরাফাত তানভীর, মো. বোরহান, সাকিব হাসান, বোরহান উদ্দিন, শফিউল আলম, মো. জুয়েল, তারেকুল ইসলাম, চৌধুরী ছোটন, আব্দুল মালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।