দক্ষিণ জেলা ছাত্রদলের দুই নেতার জামিন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৩৮ পূর্বাহ্ণ

জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ ও সদস্য মোহাম্মদ আরিফ। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে দৈনিক আজাদীকে জানিয়েছেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসীন।

এর আগে মারধর, চুরি ও হুমকি দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার রাতে সাজ্জাদ ও আরিফকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

সংশোধনী : গতকাল বুধবার দৈনিক আজাদীতে ‘চুরি ও চাঁদাবাজির মামলায় দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে চুরি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়ায় মামলায় দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার করা হয় উল্লেখ করা হয়। মূলত দায়ের হওয়া মামলায় চাঁদাবাজির অভিযোগ ছিল না। এজাহারে মারধর, চুরি ও হুমকির অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে সুইসাইড নোট, পুলিশ গিয়ে দেখে পরিবারের সঙ্গে দিচ্ছে আড্ডা
পরবর্তী নিবন্ধছোট ভাইকে ছাড়াতে থানায় গিয়ে বড়ভাইও গ্রেপ্তার