দক্ষিণ জেলা আ. লীগ কার্যনির্বাহী কমিটির সভা আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির এক সভা আজ শনিবার সকাল ১০টায় কাজীর দেউড়িস্থ সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে (ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সংলগ্ন) অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এই সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সকল সহসভাপতি, সম্পাদকমন্ডলীর সকল সদস্য ও সদস্যদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার আলোচনা সভা আজ
পরবর্তী নিবন্ধরাস্তার পাশে তরুণীর কম্বল মোড়ানো মরদেহ