আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা আজ বিকেল ৩টায় থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি। সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।