দক্ষিণ জেলা আ. লীগের কমিটি হচ্ছে না কেন?

মোছলেমের কাছে কাদেরের প্রশ্ন

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে গতকাল বিআরটিসি বাস সার্ভিসের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের এক পর্যায়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি দলের জন্য অনেক পরিশ্রম করেছেন, তবে আমার একটা অভিযোগ আছে- দীর্ঘদিন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না কেন? অথচ পাহাড়ের ৩ জেলায় কিছু সম্মেলন হয়ে গেছে। উত্তর জেলায়ও হয়ে গেছে। মহানগর ও দক্ষিণ জেলায় সম্মেলন করা খুব জরুরি। আশা রাখি এ বিষয়ে নজর দিবেন। অবিলম্বে সম্মেলনের সিদ্ধান্ত নিবেন। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা- আমি আপনাকে বলে দিলাম। জবাবে মোছলেম উদ্দিন আহমদ বলেন, শীঘ্রই জেলা আওয়ামী লীগের সভা ডেকে আপনাদের সাথে পরামর্শ করে সম্মেলনের তারিখ ঠিক করব। আশা করছি, খুব শীঘ্রই আমরা সম্মেলন শেষ করতে পারব।
উল্লেখ্য, সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান কমিটিকে ২০১২ সালের ২৩ ডিসেম্বর ৩ বছরের জন্য অনুমোদন দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। অভিযোগ রয়েছে, এ কমিটি সম্মেলন ছাড়াই প্রায় ৮ বছর পার করেছে।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রামে ভোটার পৌনে এক কোটি
পরবর্তী নিবন্ধআধ ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া, কক্ষ ভাঙচুর