দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

| বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির শোক সভা আগামী ৪ মার্চ কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল বুধবার আন্দরকিল্লায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আবু সাইদ চৌধুরী, হাবিবুর রহমান, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, বোরহান উদ্দিন মো. এমরান, আবদুল কাদের সুজন, নুরুল আবছার চৌধুরী, আবদুল মতিন চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, গোলাম ফারুক ডলার, অ্যাড. কামরুন নাহার, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ছিদ্দিক আহমদ বি কম, আ ক ম শামসুজ্জামান চৌধুরী, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, নাসির আহমদ চেয়ারম্যান, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, হায়দার আলী রনি, নাছির উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ নুরুল আমিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম, সুরেশ দাশ, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, আইয়ুব বাবুল, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, চৌধুরী আবুল কালাম, আমির উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনুষ্যত্বের আলো জেলে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ইসলামপুর ছাত্রলীগের সম্মেলন