আবারও পিছিয়ে গেল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। আগামী ১ ডিসেম্বর দক্ষিণ জেলার সম্মেলন হওয়ার কথা থাকলেও ৪ ডিসেম্বর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐদিন তিনি পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এ কারণে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ১ ডিসেম্বরের পরিবর্তে ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে।
গতকাল কেন্দ্র থেকে সম্মেলনের তারিখ পুনঃর্নিধারনের কথা জানানো হয়েছে বলে জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
তিনি জানান, আমাদের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ১ ডিসেম্বরের পরিবর্তে ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে আমাদেরকে জানানো হয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। ঐদিন তিনি পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখবেন। এখন আমাদের সকলের একটাই লক্ষ্য প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করে তোলার।
এদিকে মহানগর আওয়ামী লীগের সম্মেলনও পিছিয়ে যাবে। কারণ মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। ঐদিন চট্টগ্রামে পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। এই কারনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আগে অথবা পরে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।