দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত জঙ্গিবিমান উদ্ধারে মরিয়া যুক্তরাষ্ট্র

| শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

বিধ্বস্ত হওয়া একটি এফ৩৫সি জঙ্গিবিমান দক্ষিণ চীন সাগরের তলদেশ থেকে উদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। চীন সেখানে আগে পৌঁছে গিয়ে যাতে সবচেয়ে উন্নত গোপন প্রযুক্তির এই বিমান হাতিয়ে নিতে না পারে সেজন্যই যুক্তরাষ্ট্রের এই মরিয়া উদ্ধার তৎপরতা। বিবিসি জানায়, ১০ কোটি ডলারের ব্যয়বহুল ওই এফ৩৫সি জঙ্গিবিমানটি গত সোমবার রুটিন সামরিক মহড়ার সময় ইউএসএস কার্ল ভিশন বিমানবাহী রণতরী থেকে উড়তে গিয়ে দুর্ঘটনাকবলিত হয়ে দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়ে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। সামরিক মহড়ার সময় বিমানটি রণতরীর ডেকে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলে পাইলটসহ ৬ ক্রু আহত হন। বিমানটি এখনও সাগরতল থেকে উদ্ধার করতে পারেনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এফ৩৫সি যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে আধুনিক জঙ্গিবিমান। রাডার থেকে শুরু করে বিমানটির অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নত প্রযুক্তি অত্যন্ত গোপনীয়। সেসব তথ্য পেতে আগ্রহী চীন ও রাশিয়া। বিমানটি আন্তর্জাতিক জলসীমায় বিধ্বস্ত হওয়ার কারণে এটি হাতিয়ে নেওয়ার চেষ্টা চলতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্র। বিমান বিধ্বস্তস্থলে যে আগে পৌঁছতে পারবে সেই জয় পাবে। কারণ, বিমানটি হাতে পেলে তারা পেয়ে যাবে এটি তৈরির সব গোপন প্রযুক্তির সন্ধান। চীন এই বিমান পেলে ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’এর মাধ্যমে একই ধরনের বিমান তৈরিতে সক্ষম হয়ে উঠবে।

চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অঞ্চলেরই মালিকানা দাবি করে আসছে। সম্প্রতি কয়েকবছরে এই দাবি আরও জোরাল হয়েছে। এই দাবির কোনও আইনি ভিত্তি নেই মর্মে ২০১৬ সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ও মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে চীন। জঙ্গিবিমানটি দক্ষিণ চীন সাগরের কোথায় পড়েছে তা জানায়নি মার্কিন নৌবাহিনী। কিন্তু ওই সাগরে চীনের নৌবাহিনী এবং উপকূলরক্ষীরা অনবরতই পাহারায় থাকে। সেখানে চীনের একচ্ছত্র মালিকানা দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ রয়েছে। চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রায় দক্ষিণ চীন সাগর এলাকায় নৌবাহিনী মোতায়েন রাখে। ইউএসএস কার্ল ভিশন বিমানবাহী রণতরীও এরকমভাবেই মোতায়েন রাখা হয়েছে। এই রণতরীর বিধ্বস্ত বিমানটি উদ্ধারের অভিযান চলছে বলে সিএনএন কে জানিয়েছেন মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান অবশ্য এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, তাদের বিধ্বস্ত ওই জঙ্গিবিমান উদ্ধারের কোনো আগ্রহ নেই।

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে বিধিনিষেধ শিথিল খুলছে রেস্তোরাঁ-সিনেমা হল
পরবর্তী নিবন্ধআফ্রিকার দক্ষিণাঞ্চলে ঝড়ে ৭০ জনের মৃত্যু