দক্ষিণ চর পাড়া দারুল কোরআন একাডেমীতে অভিভাবক সমাবেশ

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দক্ষিণ চর পাড়া দারুল কোরআন মডেল একাডেমীতে গতকাল বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নূরানী পরিচালনা কমিটির সভাপতি ফকির আহমদের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আরিফ দুলাল, সমাজসেবক শাহ আলম, কলিম উল্লাহ কলি, চুনতী ফাতেমা ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মাতারবাড়ী ফাজিল মাদ্রাসার শিক্ষক এরশাদ উল্লাহ, আমজাদিয়া রফিকুল উলুম মাদ্রাসার শিক্ষক আব্দুল লতিফ, শিক্ষা নীড়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন নূরানী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন, সমাজসেবক নুরুল আবছার, রেজাউল করিম, হেফাজ উদ্দিন, রবিউল করিম, জিয়াবুল করিম, শেকাব উদ্দিন ও জামসেদ।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন পতেঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম; অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন চিকিৎসক জসিম উদ্দিন; প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ, শিক্ষক মোহাম্মদ ইউনুস, শোয়াইবুল ইসলাম, হাফেজ আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, হাফেজ রুহুল কাদের ও সাদিকুল আমিন।

এ সময় অতিথিবৃন্দ নূরানী মাদ্রাসার গুণগত মান ও নূরানী শিক্ষকদের আধুনিক পড়াশোনার সুনাম করেন। তারা আশ্বস্ত করেন নূরানী মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রমে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। সমাবেশে প্রায় ৪ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামীম রেজা। সমাপনী মোনাজাত পরিচালনা করেন বহদ্দারকাটা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ নুরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলের নতুন মহাপরিচালক আফজাল হোসেন
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব রোজ ভ্যালি ও চিটাগাং ফনিক্সের চক্ষু চিকিৎসা ক্যাম্প