দক্ষিণ চট্টগ্রাম থেকে জামায়াত- শিবিরকে উৎখাত করা সম্ভব না

সাতকানিয়ায় দোয়া মাহফিলে শাহজাহান চৌধুরী

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, আপনারা ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করুন। আপনারা দিনে এক পার্টি, রাতে আরেক পার্টি। এখন আপনাদের চেষ্টা হলো ১৭ বছরের পতিত স্বৈরাচারদের আপনাদের পতাকাতলে নিয়ে আসা। কিন্তু এটা হবে না, পারবেন না। আপনারা মনে করছেনসবাই মিলেমিশে আমাদের সাথে মোকাবেলা করবেন, করুন। ষড়যন্ত্র যতই হোক, আমরা শহীদ জাহাঙ্গীরের মত একে একে শাহদাত বরণ করবো। মনে রাখবেন, জামায়াত ও শিবিরকে দক্ষিণ চট্টগ্রাম থেকে উৎখাত করার চেষ্টা সফল হবে না। আমরা কখনোই ভয় পাই না। আমাদের ইতিহাসে বহু বাধা এসেছে, বহু সংগ্রাম করেছি আমরা। আমাদের বিশ্বাস অবিচল, আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট।

সাতকানিয়া সরকারি কলেজের শিবিরের সাবেক সভাপতি শহীদ জাহাঙ্গীর আলম সবুজের ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতকানিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। চট্টগ্রাম জেলা দক্ষিণ ছাত্রশিবিরে সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতশিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধবিষ ছিটিয়ে বোনদের ক্ষেতের ধান নষ্ট করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে