দক্ষিণ চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

| সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৭:৪২ পূর্বাহ্ণ

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় দুর্যোগ, দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছে! বিএনপি জামাতকে কখনো মানুষের বিপদে পাশে পাওয়া যায়নি!

সোমবার (১৪ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার চার হাজার বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওইদিন সকাল ১১টায় সাতকানিয়া কেরানীর হাটে বন্যা কবলিত দুই হাজার পরিবার ও বেলা সাড়ে ১২টায় লোহাগাড়া জনকল্যাণ বিদ্যালয় মাঠে দুই হাজার পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, নুডুলস, বিস্কুট ও বিশুদ্ধ খাবার পানি।

আফজালুর রহমান বাবু বলেন, ‘বিএনপি জামাত বাংলাদেশকে বিশ্বাস করে না! বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না! বাংলাদেশের উন্নয়নকে বিশ্বাস করে না! বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন ১৮ ঘন্টা পরিশ্রম করেন।’

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফারুক আমজাদ খান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন নিরু, বড় হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান বিজয় বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, কার্যনির্বাহী সদস্য বোখারী আজম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেয়র মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি এম এ হাশেম, সেলিম হোসেন, আফসার তালুকদার, আব্দুল মালেক খান, সোহেল মোহাম্মদ মনজুর, যুগ্ম সাধারণ সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়, দপ্তর সম্পাদক উজ্জল ধর, অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ টিপু, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রাকিব, উত্তর সাতকানিয়া সভাপতি এরফানুল রহমান সুমন, সাধারণ সম্পাদক আবু সালেহ শাম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, লোহাগাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, হারুন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদ ওয়ার্ডে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধযেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে