উত্তর চট্টগ্রামের পর এবার দক্ষিণ চট্টগ্রামের ইউনিয়নগুলোতে শুরু হয়েছে নির্বাচনী হওয়া। উত্তর চট্টগ্রামের ৭ ইউনিয়ন পরিষদের মধ্যে সন্দ্বীপ উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন সম্পন্ন হয়েছে। অপর ৬ ইউনিয়নের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার সবগুলো ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার সবগুলো ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সামনে নির্বাচন কমিশন ৪র্থ ধাপে যে তফসিল ঘোষণা করবে তাতে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, কর্ণফুলী, পটিয়া ও চন্দনাইশের ৩৭টি ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত হতে পারে বলে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নগুলো এখন নির্বাচনমুখী এবং উৎসবমুখর। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে স্থানীয় মন্ত্রী-হুইপ এবং এমপিদের চূড়ান্ত তালিকায় কারা আছেন, কারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে নানান জল্পনা-কল্পনার শেষ নেই। খবর নিয়ে জানা গেছে, আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় বর্তমান চেয়ারম্যানদের মধ্যে ৬-৭ জন ছাড়া বাকি সব ইউনিয়নে নতুন চেয়ারম্যানের তালিকা জেলার শীর্ষ নেতাদের কাছে দেয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আনোয়ারা সদর ইউপির বর্তমান চেয়ারম্যান অসীম কুমার দেব, পরৈকোড়া ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী (আশরাফ মিয়া), আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, বিমান সোলায়মান ও বরুমচড়া ইউনিয়নের শাহাদাত হোসেনের নামের তালিকা আবারো কেন্দ্রে যাচ্ছে। অন্যান্য ইউনিয়নগুলোতে প্রার্থী পরিবর্তন হতে পারে।
দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্বাচনী আমেজ বিরাজ করে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে। স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে সর্ববৃহৎ নির্বাচন এটি। এজন্য এই নির্বাচনকে ঘিরে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জেলায় নির্বাচনী আমেজ বিরাজ করে।