আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় পৃথক তিন পশুর হাটের কারণে গতকাল সোমবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ের শাহ্ আমানত ব্রীজের দক্ষিণ পাড় থেকে পিএবি (পটিয়া–আনোয়ারা–বাঁশখালী) সড়কে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে যাতায়াতরত শত শত ছোট বড় যানবাহনগুলোকে অত্যন্ত ধীরগতিতে সড়ক অতিক্রম করতে দেখা যায়। জানা গেছে, গতকাল ছিল দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ তিনটি পশুর হাট। এর মধ্যে আনোয়ায় সরকার হাট, কর্ণফুলীতে মইজ্জ্যার টেক বাজার ও উপজেলার ফাজিলখার হাট। এ তিন বাজারে লক্ষাধিক মানুষের আনাগোনা হয়। মানুষের সাথে গরু মহিষ আনা নেওয়ার ফলে সড়কে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
চট্টগ্রাম দক্ষিণ আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন দৈনিক আজাদীকে জানান, মহাসড়কের পাশ ঘেঁষেই এ পশুর হাটগুলোর কারণেই মহাসড়কে গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যার কারণে দূরদূরান্তে যাতায়াত করা মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়। পশুর হাটের কারণে যানজটে থেমে থেমে চালকদের গাড়ি চালাতে হয়েছে, এর কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
এদিকে যানজট নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, ট্রাফিক ও বাজার ব্যবস্থাপনায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের বেশ তৎপরতা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হয়। জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন রশীদ যানজটের সত্যতা নিশ্চিত করে বলেন, পশুর হাটের কারণে যানজটের সৃষ্টি হয়। তবে ফাজিল খার হাটে রাস্তার উপর বাজার বসার বিষয়টি সত্য নয়। আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিক চকিদার পাঠিয়েছি। তিনি আরো বলেন, পশুর হাটে নিরাপদে কেনা বেঁচা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।