দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে কাল ঈদ

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ১১:২৫ অপরাহ্ণ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল রবিবার (৩০ মার্চ) দক্ষিণ চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারী অর্ধশতাধিক গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতরের ঈদ পালন করবেন।

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া,কর্ণফুলী উপজেলার মির্জাখীল দরবার শরীফের আকিদার মুসলমানেরা এ ঈদ পালন করবেন।

প্রায় আড়াই শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।

মির্জাখীল দরবার সূত্রে জানা যায়, মির্জাখীল এলাকা ছাড়াও উপজেলার গারাংগিয়া, সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, সাইরতলি, এওচিয়া, খাগরিয়া, ছদাহা, গাটিয়াডাঙ্গা এবং লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডেংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়াসহ ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ আগামীকাল রবিবার ঈদুল ফিতরের ঈদ পালন করবেন।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারী রয়েছেন তারাও রবিবার ঈদ উদযাপন করবেন।

মির্জাখীল দরবারের মির্জাখীল দরবার শরীফের মেঝ সাহেবজাদা মোহাম্মদ মছুদুর রহমান বলেন, প্রায় আড়াইশ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান (রহ.) হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালন করার ফতোয়া দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা একই নিয়মে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।’তারই ধারাবাহিকতায় সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল ঈদ-উল-ফিতরের ঈদ পালন করব ইনশাআল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির বিশেষ অভিযানে আরও ৩১ জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বনকর্মীদের মারধর করে সংরক্ষিত বনের গাছ লুট