দক্ষিণ খুলশীতে চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

চলমান মশক নিধনের বিশেষ ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের দক্ষিণ খুলশীতে ক্রাশ প্রোগ্রাম চালিয়েছে চসিক। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ডের দক্ষিণ খুলশী ১ নম্বর রোডের একটি মসজিদ প্রাঙ্গণ থেকে এ কার্যক্রমের সূচনা করেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, জাহাঙ্গীর আলম দুলাল, মারুফুল হক চৌধুরী এবং পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাকর্মচারীবৃন্দ।জানা যায়, নগরবাসীর স্বাস্থ্যের সুরক্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে এ বিশেষ মশক নিধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এ কার্যক্রম পরিচালিত হবে। গত ২৯ জুন শুরু হওয়া এই কার্যক্রম আগামী নভেম্বর পর্যন্ত চলমান থাকার কথা থাকলেও প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এটি চালিয়ে নিয়ে যাওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধযতীন্দ্র মোহন সেনের বাড়ি প্রত্নসম্পদ হিসাবে সংরক্ষণের প্রক্রিয়া শুরু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে দেশীয় অস্ত্র-মদসহ আটক ৪