দক্ষিণ কোরিয়ার মহাসড়কে আগুন নিহত ৫

| শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৪০ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়েতে বিশাল আগুন লাগার ঘটনায় ট্রাফিক জ্যামে আটকা পড়া অন্তত ৫ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা কর্মকর্তারা এবং গণমাধ্যম। গণমাধ্যমে বলা হয়েছে, একটি বাস এবং ট্রাকের সংঘর্ষ থেকেই আগুনের সূত্রপাত। তবে ঘটনাস্থলের এক দমকল কর্মকর্তা বলেছেন, আগুন লাগার ঘটনা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। আগুন ইতোমধ্যেই নিভিয়ে ফেলা হয়েছে এবং আগুনে ৪৪ টি গাড়ি ধ্বংস হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। খবর বিডিনিউজের।

আরেক জরুরি সেবা কর্মকর্তা বলেন, আগুনে ৫ জন নিহত এবং অন্তত ৩৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে গোয়াচেওনের ওই হাইওয়ে সুড়ঙ্গে আগুন লাগার পরপরই ঘটনাস্থল ধোঁয়া উড়তে দেখা গেছে স্যোশাল মিডিয়ার ভিডিওতে। ট্রাফিক জ্যামের কারণে গাড়িগুলো ঘটনাস্থল ছেড়ে যেতে পারেনি। আগুন ছড়িয়ে গিয়ে সেখানে বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে টিভি সমপ্রচারমাধ্যম ওয়াইটিএন কে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ড সিরিজের আগেই প্রধান কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
পরবর্তী নিবন্ধকম্বোডিয়ায় ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে ১৯ মৃত্যু