দক্ষিণ কোরিয়ায় টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত ৪ হাজার

অসীম বিকাশ বড়ুয়া, সিউল (দক্ষিণ কোরিয়া) থেকে | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৪১ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়াতে টিকা নেওয়ার পরও ৪ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

করোনার উর্ধ্বগতি রোধ করতে না পেরে দেশটির সরকার গত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকল অভিবাসী ও কোরীয় নাগরিকদের পুনরায় বাধ্যতামূলক ফ্রি করোনা টেস্ট করার নির্দেশ প্রদান করে। এতে বলা হয়, করোনা ভ্যাকসিন গ্রহণ করলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে।

সম্প্রতি কোরিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার পরও গণহারে কোভিড টেস্ট করার পর ৪ হাজার জনের কোভিড সংক্রমণ হয়েছে।

দক্ষিণ কোরিয়া ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এজেন্সি(কেডিসিএ) জানিয়েছে, গত আগস্ট পর্যন্ত মোট জনসংখ্যার ৯.৭৫ মিলিয়ন লোক করোনা টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছে এবং তাদের মধ্য থেকে ৩ হাজার ৮৫৫ জন পুনরায় করোনায় আক্রান্ত হওয়ার যুগান্তকারী ঘটনা ঘটেছে।

এদিকে, কেডিসিএ বলেছে, বয়ষ্কদের মধ্যে আক্রান্ত হওয়ার হার ছিল খুবই কম কিন্তু ৩০ বছরের নিচে সর্বোচ্চ ০.০৯২ শতাংশ আক্রান্ত হয়েছে।

করোনা টিকা নেওয়ার পরও আক্রান্তদের মধ্যে জনসন এন্ড জনসনের টিকা নেওয়ার পর ০.১৩১ শতাংশ, এস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ০.০৪২ শতাংশ এবং ফাইজারের টিকা নেওয়ার পর ০.০২৩ শতাংশ হারে আক্রান্ত হয়।

কেডিসিএ জানিয়েছে, কোরিয়াতে টিকা যত বেশি মানুষ গ্রহণ করবে, আক্রান্তের ঘটনা ততো বেশি বাড়তে পারে। তবে টিকা গ্রহণকারীর তুলনায় এ আক্রান্তের হার অত্যন্ত কম।

কেডিসিএ আরো জানিয়েছে, টিকা গ্রহণ করলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে এবং মোট টিকাপ্রাপ্তদের থেকে ০.০৪ শতাংশ আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী বৈধ-অবৈধ সকল অভিবাসী ও কোরীয়দের ক্রমান্বয়ে টিকা দেওয়া শুরু হওয়ার পর প্রায় ৫ কোটি ২০ লাখ জনসংখ্যার শতকরা ৮০ ভাগ মানুষকে অক্টোবরের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে দেশটির সরকার।

এদিকে, কোরিয়ার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ছুসক-এর টানা পাঁচ দিনের ছুটির পর দেশটিতে একদিনে ৩ হাজার ২৭৩ জনের করোনাভাইরাস সংক্রমণ অতীতের সব রেকর্ড ভঙ করেছে। সংক্রমণ প্রতিদিন ঊর্ধ্বগতিতে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার সামাল দিতে ব্যর্থ হলে দেশব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যেই, দেশজুড়ে ডেল্টার ভয়াবহ সংক্রমণ ২০ হাজার ছাড়িয়ে গেছে।

তাই, যথাযথভাবে সরকারি বিধিনিষেধ মেনে সকল প্রবাসী বাংলাদেশীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে সিউলের বাংলাদেশ দূতাবাস।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবন রক্ষায় বন কর্মকর্তাদেরই দায়িত্ব নিতে হবে