দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বেতন বৃদ্ধি, সমালোচনার ঝড়

| মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

সাময়িকভাবে সামরিক আইন জারির দায়ে অভিশংসিত হলেও দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুকইওলের বার্ষিক বেতন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সরকার। বিবিসি লিখেছে, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির মানদন্ড অনুযায়ী ইউনের বেতনও ৩ শতাংশ বেড়ে ২৬ কোটি ২৬ লাখ ওন (১ লাখ ৭৯ হাজার ডলার, ১ লাখ ৪৭ হাজার পাউন্ড) হবে। খবর বিডিনিউজের।

ইউনের বেতন বৃদ্ধির খবরে দক্ষিণ কোরীয়রা তীব্র সমালোচনা শুরু করেছেন। সমালোচকদের কেউ কেউ বলছেন, তারা বিশ্বাসই করতে পারছেন না তার বেতন এখনও বহাল আছে। সেখানে তাকে বরখাস্ত করার পরও বেতন বাড়ানো তো দূরের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ উল্লেখ করেছেন, ইউনের ৩ শতাংশ বেতন বৃদ্ধি দেশের ন্যূনতম মজুরি বৃদ্ধির চেয়ে প্রায় দ্বিগুণ।

এক্স এ এক ব্যক্তি প্রশ্ন করেছেন, যেখানে ন্যূনতম মজুরি ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানে ইউনের বেতন কেন ৩ শতাংশ বৃদ্ধি পেল? বিবিসি লিখেছে, এই পোস্টে শত শত লাইক পড়েছে। দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করেই সামরিক আইন জারি এবং চাপের মুখে তা প্রত্যাহারকে কেন্দ্র করে গত ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিসংশিত হওয়ার পর সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন ইউন সুকইওল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৪.০৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিশ্বে প্রথম পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির দেশ হওয়ার পথে নরওয়ে