দক্ষিণ কোরিয়ায় হাজারো জুতা সাজিয়ে গাজায় যুদ্ধবিরতির ডাক

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

গাজায় যুদ্ধবিরতির ডাক দিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায় হাজার হাজার জোড়া জুতা সাজিয়ে রেখে বিক্ষোভ করেছেন অধিকারকর্মীরা। গাজায় চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের প্রতীক হিসাবে সাজানো হয়েছে এই সব জুতো। প্রায় ৩০ জন অধিকারকর্মী ২ হাজার জোড়া জুতো প্রদর্শন করেছে। তারা যুদ্ধ বন্ধ কর, দখলদারিত্ব বন্ধ কর এবং গাজায় অবরোধ তুলে নাও ফিলিস্তিনিদেরকে মুক্ত কর লেখা প্ল্যাকার্ড নিয়ে শুক্রবার বিক্ষোভ করে। খবর বিডিনিউজের।

হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই ৭ সপ্তাহ পেরিয়েছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান কিংবা অন্ততপক্ষে ত্রাণ সরবরাহ করতে সাময়িকভাবে মানবিক বিরতির আহ্বানের পরও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের সেনাবাহিনী উত্তর গাজায় অভিযান চালাচ্ছে। তারা সেনাদের স্থল হামলা এবং বিমান হামলা দুইই জোরদার করেছে।

গাজায় যুদ্ধের শুরু থেকে ১১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনের বেশি শিশু আছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের নজিরবিহীন হামলায় ১,৪০০’র বেশি মানুষ নিহত এবং ২৪০ জন জিম্মি হওয়ার পর থেকেই সশস্ত্র এই ফিলিস্তিনি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৫০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৪ হাজার ৭০০ জনই শিশু।

পূর্ববর্তী নিবন্ধকোক স্টুডিও বাংলায় ডগর নিয়ে হাজির ঢোলবাদক শিবু
পরবর্তী নিবন্ধগানের মাঝেই বেঁচে আছেন সুবীর নন্দী, থাকবেন আজীবন