‘দক্ষিণ কাট্টলী’ ১১নং ওয়ার্ড, কলেজ রোডটি জরুরিভাবে সংস্কার করতে হবে

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পাহাড়তলী থানার অন্তর্গত ১১নং ওয়ার্ড সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত দক্ষিণ কাট্টলী গ্রাম। এই গ্রামে ঐতিহ্যবাহী বিদ্যালয় রয়েছে। যার নাম না বল্লেই নয়, বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়টি সাবেক শিক্ষামন্ত্রী ডা: আফছারুল আমিন এর নেতৃত্বে হয়েছে। আজ সেই বিদ্যালয়টি দেখার মতো ছয় তলা বিশিষ্ট। চারিদিকে ক্যামেরাযুক্ত যাতে ছাত্রীরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারে। কিন্তু রাস্তাগুলো রয়েছে মরার মতো। যা দেখার কেউ রইল না। সাগরিকা রোড এর দক্ষিণে কলেজ রোডের যে রাস্তাটি গেছে তা খুবই অবহেলিত। সংস্কারের অভাবে বিদ্যালয়ের প্রাঙ্গণগুলো আগের মতো প্রাণ নেই। রাস্তাটি প্রাণ সঞ্চার করার জন্যে দরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না থাকলে কোনদিন এলাকার উন্নতি সম্ভব না। নালা নেই বললেই চলে। বৃষ্টির পানি জমে থাকে রাস্তায়। নড়ে-চড়ে না। ভোর বেলায় পোশাক কর্মীরা যখন দলে দলে যায় চাকরিতে তখন তাদের পায়ের চম্পলগুলো হাতে। আর বলে ভোট আসলে আমাদের বড় বড় আশা দেয়। কিন্তু বাস্তবে সত্যিকারভাবে কিছুই দেখা যায় না। দীর্ঘশ্বাস ফেলে, রাস্তাগুলো কখন সংস্কার হবে? সেজে-গুজে যেতেও পারি না। পরিশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন থাকবে অতি দ্রুততার সাথে ১১ নং ওয়ার্ডের কলেজ রোডটি দেখতেন, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থার কষ্টটা দূর হতো। স্বস্তিতে এলাকাবাসী নিঃশ্বেষ ফেলতে পারতো।
রাজীব হোড় (রাজু)
যুধিষ্ঠির মহাজন বাড়ি, দক্ষিণ কাট্টলী
দৈনিক সংবাদ বিচিত্রা, চট্টগ্রাম-৪২১৯

পূর্ববর্তী নিবন্ধনাগরিক জীবন হোক উপদ্রব, আতঙ্ক ও উৎপাতমুক্ত
পরবর্তী নিবন্ধবিভূতিভূষণ মুখোপাধ্যায় : কথাসাহিত্যিক