দক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান পরিষদের সভা

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। সমাজে বর্তমানে যেসব অস্থিরতা বিরাজ করছে তার মূলে রয়েছে ধর্মহীনতা। সব ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেলে চলে তাহলে সমাজ ও দেশ হয়ে উঠবে শান্তিময়। দেশ থেকে হানাহানি দূর করতে সঠিক ধর্মচর্চার বিকল্প নেই। তিনি গত ১৮ মার্চ নগরীর মেহেদীবাগস্থ তার বাসভবনে দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। আগামী ২৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দক্ষিণ কাট্টলী রাণী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদ নেতৃবৃন্দ আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বারুণী স্নান উৎসবের দিনব্যাপী কর্মসূচি তুলে ধরেন এবং উৎসবে সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি সুনিল বরণ দাশ, কার্যকরি উপদেষ্টা বাবুল দেবনাথ, সাবেক সভাপতি সুভাষ চন্দ্র ধর, অজিত কুমার দেবনাথ, সুকান্ত ধর, সমর কান্তি দাশ, বাবলু দেবনাথ, উদয়ন কান্তি নাথ, সীতানাথ ভৌমিক, লিটন চন্দ্র দাশ, রাজীব ধর তমাল, মিলন কান্তি দাশ, টিটু চৌধুরী, দেবাশীষ চৌধুরী, খেলন সরদার, সুমন মজুমদার, অজয় বণিক, মো. সৌরভ শাহীন, মো. গফুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকার্পেটিং ওঠে ছোট বড় গর্ত, জনভোগান্তি
পরবর্তী নিবন্ধদরবারে জিলানীতে বদর দিবসের আলোচনা সভা