দক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের সভা

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের জরুরি সভা গত ৭ মার্চ পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথের সঞ্চালনায় সর্বজনীন মহাশশ্মান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন আগামী ২৭ মার্চ বারুণী স্নান উৎসব উপলক্ষে ব্যাপক প্রস্তুতি এবং বারুণী স্নানের স্থায়ী জায়গা বরাদ্দের বিষয়ে দাবি জানানো হয়। সভায় বক্তব্য দেন, সুনীল বরণ দাশ, বাবুল দেবনাথ, সুভাষ চন্দ্র ধর, অলোক নাথ চৌধুরী, ডা. বিজন কান্তি নাথ, সুজিত দাশ, সুকান্ত দত্ত, উদয়ন কান্তি নাথ, সীতানাথ ভৌমিক, বাবুল দেবনাথ, সুকান্ত ধর, সুনীল মজুমদার, অলোক দাশ, দেবাশীষ চৌধুরী, সুকমল নাথ, মৃদুল দাশ, হরিপদ ধর, প্রবীর ধর, বিউটি রানী দেবী, মিনু রানী দেবী, হ্যাপি মজুমদার, টিটু চৌধুরী, অজিত দেবনাথ, মিটুন সরকার, লিটন চন্দ্র দাশ, সমর কান্তি দাশ, সুধীর দাশ, উজ্জ্বল মজুমদার, সমীরণ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএসপির কেন্দ্রীয় নেতৃত্বে নতুন দুই মুখ
পরবর্তী নিবন্ধতামাক চুল্লিতে আগুন দিচ্ছিল নারী, বন্যহাতির আক্রমণে নিহত