চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর এবং চসিক অর্থ ও সংস্থাপন ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক মো. ইসমাইল গতকাল রোববার কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। এসময় তিনি বলেন, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন জায়গায় মশার প্রজনন বৃদ্ধি পায়। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে যাতে যেখানে সেখানে ময়লা আবর্জনা জমে না থাকে। আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখবেন চসিকের পরিচ্ছন্ন কর্মীগণ তা নিয়ে যাবেন। এছাড়া ডাবের খোসা, পুরোনো টায়ার কিংবা এসির পাত্রে জমে থাকা পানিতে এডিশ মশা জন্ম নেয় বিধায় এগুলো পরিস্কার রাখতে হবে। আমরা সচেতন হলেই মশার উপদ্রব থেকে রেহাই পাবো।