দক্ষিণ কাট্টলী আব্দুর পাড়ায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

আব্দুর পাড়া আদর্শ সমাজ ও শাপলা আবাসিক এলাকা কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা আব্দুর পাড়া জামে মসজিদের সামনে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় আব্দুর পাড়ায় দীর্ঘদিন ধরে চলমান মাদক ব্যবসা, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা দিয়েছে। কুফলের দিক জেনেও এক অদৃশ্য শক্তি বশ করছে এ সমাজকে। এর জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি কামনা করেন।

আব্দুর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এস এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও মো. জমির আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানার অপারেশন অফিসার মো. জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন আব্দুর পাড়া জামে মসজিদের ইমাম মো. হারুনর রশীদ আল কাদেরি, আব্দুর পাড়া আর্দশ সমাজের সচেতন নাগরিক কামাল সওদাগর, মো. উসমান সওদাগর, শাপলা আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. নুরুল আলম, সিটি বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর খলিলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মাদক নির্মূল পরিবার থেকে শুরু করতে হবে। মাদকের কুফল সন্তানদের জানাতে হবে। পরিবারের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবারে সন্তানদের শাসনের মধ্যে রাখা উচিত যাতে তারা মাদক থেকে দূরে থাকে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঘরে ঘরে মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনে সবাইকে শামিল হতে হবে। তবে আমরা মাদকের বিরুদ্ধেও জয়ী হবো। এতে আব্দুর পাড়া ও শাপলা আবাসিক এলাকা কল্যাণ সমিতির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব পটিয়ার সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধচিন্ময় দাসের জামিন বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ